নাটোরের লালপুরে ফোন করলেই মিলছে অক্সিজেনসেবা। ২৪ ঘণ্টা সদস্যরা। জীবন বাঁচাতে কাজ করছে নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক সেবা। রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন পুলিশ।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক বলেন, গত শুক্রবার রাতে হেল্প লাইনে ফোন পায় পুলিশ। উপজেলার কেশবপুর উত্তরপাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর জন্য রাতেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, হেপ্প লাইনে 01320124502 ফোন করলেই পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা পিপিএমের নির্দেশনায় মানবসেবায় কাজ করে যাচ্ছে পুলিশ বিভাগ।
উল্লেখ্য, গত ২৩ জুন নাটোরে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক আব্দুল বাতেন। প্রাণ অ্যাগ্রো লিমিটেড, পাকিজা গ্রুপের সহযোগিতায় এই অক্সিজেন ব্যাংক চালু করা হয়।