সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে লকডাউনের তৃতীয় দিনে নাটোরের লালপুরে সরকারি আদেশ প্রতিপালন না করায় এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৮ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়।
আজ রবিবার (২৫ জুলাই ) লালপুর উপজেলায় বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
শাম্মী আক্তার এর মোবাইল কোর্ট।
এ সময় অপ্রয়োজনীয় ঘোরাফেরা করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৮ টি মামলায় ৮ ব্যক্তিকে মোট (৪৪০০) চার হাজার চার শত টাকা অর্থদণ্ড করেন ।
এছাড়া উপজেলা বিভিন্ন মোড়ে পুলিশ বাহিনীর কঠোর অবস্থান এবং কঠোর লকডাউনে সাধারণ মানুষের আনাগোনা ছিল কম।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসে সরকারি বিধিনিষেধ কার্যকর করার লক্ষে অপ্রয়োজন ঘোরাফেরা না করে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হয় এবং জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মাক্স পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করেন।
তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে।
এছাড়া পুলিশ র্ফোস সদস্যদের অভিযান পরিচালনায় সহযোগিতা করতে দেখা গেছে।