নাটোরের লালপুরে মার্কেটের পাহারাদারের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে।
রোববার( ২৫ জুলাই )রাত ২টার দিকে উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিলে লেবার লাইন মার্কেটে এ ঘটনা ঘটে।
আহত শিহাব উদ্দিন (৫০) বাহাদীপুর গ্রামে মৃত নবীর উদ্দিনের ছেলে।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ২টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলে লেবার লাইন মার্কেটে শিহাব উদ্দিন নামে একজন পাহারাদার পাহারা দেওয়ার সময় অজ্ঞাত নামা কিছু ব্যক্তি মার্কেটে হঠাৎ করে এসে অতর্কিতভাবে পাহারাদারের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে, তাকে লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত জখম করলে তার চিৎকার-চেঁচামেচিতে আরেক প্রহরী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হামলায় আহত শিহাবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে লেবার লাইন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন জানান রোববার রাতে মার্কেট ডাকাতির চেষ্টায় হামলা করে শিহাবকে আহত করে এমন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পাহারাদারের পক্ষে একটি অভিযোগ দায়ের করেছেন ।
এবিষয়ে লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।