নাটোরে হাজতে নেয়ার আগেই পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল চুরির মামলার আসামি মনিরুল ইসলাম। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।
নাটোর পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে লালপুরে চুরির মামলায় গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলামকে কোর্ট হাজতে নেয়া হচ্ছিল। কোট হাজতে নেয়ার প্রাক্কালে পুলিশের ভ্যান থেকে নামিয়ে হাজতে নেয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশ ভ্যান থেকে লাফিয়ে পালিয়ে যায়। তখনই পুলিশের দলটি তাকে পেছন দিকে ধাওয়া করে। কিন্তু মনিরুল নিমিষেই উধাও হয়ে যায়।