নাটোরের লালপুরে গলায় ফাঁসদিয়ে সাহাবুল ইসলাম (৩০) নামের যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার আড়বাব গ্রামের আবুল হোসেনর পুত্র ।
গতকাল মঙ্গলবার (৩ আগষ্ট) বিকালে উপজেলার ৪নং আড়বাব ইউনিয়নের আড়বাব গ্রামে এই ঘটনা ঘটেছে ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, মঙ্গলবার বিকালে সাহাবুল পরিবারের কলহের জেরে তাহার বাড়ীর সদস্যদের অঘোচরে পার্শ্ববতী একই গ্রামে আমবাগানে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এতে সে ঘটনা স্থলে মারা গেছেন বলে জানা গেছে । স্থানীয় লোকজন থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে পৌঁছে লাশ উদ্ধার করে ।
এব্যাপারে লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।