লালপুর উপজেলা পরিষদের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ লাখ টাকা ব্যায়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেম চালু করা হয়েছে।
শনিবার (০৭ আগস্ট) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেম এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি প্রমূখ।
এসময় লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী বলেন, করোনা রোগী চিকিৎসার জন্য উপজেলা পরিষদের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে এক সঙ্গে ১৮ জন রোগীর মাঝে অক্সিজেন সরবারহ করা যাবে।
তিনি আরো বলেন,‘এই সিস্টেম চালু করায় করোনা ভাইরাসে আক্রান্ত তীব্র শ্বাসকষ্টের জটিল রোগীদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর প্রয়োজন হবে না তাদের এখানেই চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের চিকিৎসায় আরো এক ধাপ এগিয়ে গেলো বলে জানান তিনি।