নাটোরের লালপুরে দোকানির কাছে পাওনা দুই টাকা চাওয়ায় বেসরকারি একটি কোম্পানির ডেলিভারি ম্যানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১আগষ্ট) দুপুরে উপজেলার গোপালপুর বাজারে এঘটনা ঘটে। এ ঘটনায় লালপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন ইউনিভারসাল ফুড কোম্পানিতে ডেলিভারি ম্যানের চাকুরী করেন। গত ১১ আগষ্ট দুপুরে উপজেলার গোপালপুরে বাজারে আলমগীর স্টোরে পূর্বের অর্ডারকৃত মালামাল দিতে যান। ৩ প্যাকেট টেষ্টি হজমি ও পরিবর্তন চানাচুর বাবাদ ১৪২ টাকা বিল হলে দোকানি সজিব ইসলাম ১৪০ টাকা দিয়ে আগের ড্যামেজকৃত মালামাল পরির্বতন করে নেন। এসময় ডেলিভারি ম্যান পাওনাকৃত দুই টাকা চাইলে দোকানি সজিব ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে মারধর করে ও প্রাণ নাশের হুমকি দেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে তদন্ত স্বাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।