লালপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের পক্ষে মাস্ক বিতরণ করেছে গোপালপুর পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩আগস্ট) সকালে উপজেলার গোপালপুর বাজার, রেলগেট, উপজেলা মোড় ও তার আশেপাশের এলাকায় মাস্ক বিতরণ করেছে তারা।
এসময় উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য ফয়সাল তৌহিদ তরঙ্গ, সূর্য শক্তি সংস্থার সভাপতি নাদিম আলম, গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক এসএম আকাশ, সাবেক তথ্য ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক অনিক দাস, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিশির চক্রবর্তী প্রমূখ।