নাটোরের লালপুরে গলায় ফাঁসদিয়ে মোছা. আখিতা ইয়াসমিন আখিঁ (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার অমৃতপাড়া গ্রামের মো. আশাদুল ইসলামের স্ত্রী।
আজ বৃহস্পতিবার (১২ আগষ্ট) বিকাল ৪টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড় ময়না গ্রামে এই ঘটনা ঘটেছে ।
পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে মোছা. আখিঁ তার পরিবারিক কলোহের কারণে সকলের অঘোচরে ঘরের তীরের সাথে তার পরনের লাল রঙ্গের পাইজামা গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে। এতে সে ঘটনা স্থলে মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে।
লালপুর থানার তদন্ত ওসি আবু সিদ্দিক ঘটনা স্থলে এসে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করে এবং এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।