বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক-১৪২৪ প্রাপ্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষনা উপকেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা লালপুরের কৃতি সন্তান ড. ওমর আলীকে লালপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (২০ আগষ্ট ২০২১) সকালে লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) শাম্মী আক্তার, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবির, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, লালপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম,আব্দুর রশিদ মাস্টার, সালাহ্ উদ্দিন , যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আব্দুল্লাহ্ আল মামুন, দপ্তর সম্পাদক জামিল হোসেন, অর্থ সম্পাদক আছিরুল ইসলাম, তথ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, কার্যকরী সদস্য জামিরুল ইসলাম মাস্টার, আমিনুল ইসলাম, সদস্য প্রভাষক আলমাস হোসেন,রাসেল মাহমুদ, ফারহানুর রহমান রবিন, মেহিদী, শিমুল আলী, রুবেল আলী, প্রমূখ।