স্টাফ রিপোর্টার: ২০২০-২০২১ অর্থ বছরে নাটোর জেলা শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সম্মাননা পেয়েছেন লালপুরের সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার।
রোববার (২২ আগস্ট ২০২১) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক জেলা রাজস্ব সভায় সম্মাননা স্মারক তুলে দেন, নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার বলেন, যেকোন ভালো প্রাপ্তি কাজ করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুন বাড়িয়ে দেয়। তিনি নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতিসহ উপজেলা রাজস্ব শাখার সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।