নাটোরের লালপুরে ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৮ আগস্ট শোকের মাসের শেষ সপ্তাহ। বঙ্গবন্ধু শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন, বাঙালির অবিসংবাদিত নেতা। রাজনীতির মঞ্চে এসে এ মহানায়ক রাজনীতিবিদ থেকে হয়ে উঠেছিলেন ‘বাঙালির মুক্তি সংগ্রামের প্রতীক’। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলে কথাগুলো বলেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ ( লালপুর-বাগাথিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
শনিবার (২৮ আগস্ট) বিকেলে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা কনক এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের সন্তান আলহাজ্ব শামিম আহমেদ সাগর,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এস্কেন্দার মির্জা,যুগ্ম- সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, জেলা তাঁতী লীগ সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন রিপন, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিকিৎসার জন্য ত্রিশ হাজার টাকা করে দুই জনকে চেক তুলে দেন সাংসদ শহিদুল ইসলাম বকুল।
শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়েছে।