1. admin@lalpurbarta.com : Farhanur Rahman : Farhanur Rahman
  2. farhanurlalpur@gmail.com : Abdul Muthalib Raihan : Abdul Muthalib Raihan
  3. farhanurrahman4@gmail.com : Sajibul Islam Ridoy : Sajibul Islam Ridoy
বাঘায় লক্ষাধিক টাকার হেরোইনসহ এক চিন্হিত নারী মাদক ব্যবাসায়ী আটক  - লালপুর বার্তা
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন

বাঘায় লক্ষাধিক টাকার হেরোইনসহ এক চিন্হিত নারী মাদক ব্যবাসায়ী আটক 

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৩৮ Time View

রাজশাহীর বাঘায় লক্ষাধিক টাকার হেরোইনসহ এক চিন্হিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঘা থানা পুলিশ। ওই নারী হাসান আলী ওরোফে (হোসেনের) স্ত্রী সীমা বেগম(৩৩) এবং চকছাতারী গ্রামের সুলতানের মেয়ে।

রবিবার(২৯-আগষ্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

জানা যায়,সীমা বেগম একজন চিন্হিত নারী মাদক ব্যবসায়ী। দির্ঘদিন থেকে সু-কৌশলে অতি গোপনে মাদক ব্যবসা করে আসছে সে। কিন্ত বাঘা থানা পুলিশ গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে একজন ক্রেতা সীমার বাড়ীতে রাখা হোরোইন ক্রয় করতে যাবে। তৎক্ষনাৎ ওসি সাজ্জাদ হোসেনের দিকনির্দেশনায় বাঘা থানার এস.আই স্বপন হোসেন,এস আই তৌয়ব আলী,এস আই আব্দুল কুদ্দুস,এস আই তরিকুল,এসআই আব্দুর রউফ এবং এএসআই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় নারী ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৭ গ্রাম হেরোইন সহ আটক করে থানায় নিয়ে আসে তাকে। উদ্ধারকৃত ২৭ গ্রাম ওই হেরোইনের বাজার মূল্য লক্ষাধিক টাকা হতে পারে বলে জানায় পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, সীমার সিরাজ গঙ্জ জেলার শাজাদ পুর উপজেলায় বিয়ে হলেও স্বামী-স্ত্রী বাঘাতেই ঘর জামায় থাকে এবং সু-কৌশলে মাদক ব্যবসা করে।

স্থানীয়রা আরো জানান,প্রশাসনকে ম্যানেজ করে কৌশলে ইয়াবা,ফেন্সিডিল,গাঁজা ও হেরোইনের ব্যবসা করে আসছে। সীমা মাদক ব্যবসার মাধ্যমে ফ্লাট বাড়ি নির্মাণ করাসহ দুইটা ট্রাক এবং প্রায় ১২ বিঘা জমি কিনেছেন ।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান,তার বিরুদ্ধ বাঘা থানায় মাদকদ্রব্য আাইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© সাপ্তাহিক লালপুরবার্তা কর্তৃক  © ২০২০ সর্বস্বত্ত্ব সংরক্ষিত
Theme Customized BY WooHostBD