বাগাতিপাড়া উপজেলায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে আজ শনিবার (৪ সেপ্টেম্বর ) সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভা শুরুর পূর্বে ৭৫ জন সদস্যের উপস্থিতিতে , অতিথির আসন গ্রহণ, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ।
দয়ারামপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফ মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক জনাব আনেছ আলী সঞ্চালনায় বকুল কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন পৃষ্ঠপোষক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ সিদ্দিকুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহাদাৎ হোসেন , রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.মোঃ নাজিম উদ্দীন , বাগাতিপাড়া উপজেলা অফিসার ইনচার্জ জনাব সিরাজুল ইসলাম, নাটোর জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুর রউফ সরকার , বাশবাড়িয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব ইব্রাহীম খলীল, মোহরকয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. ইসমত আলী সহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। কথিত আছে পাবলিক স্কুলের সহকারী শিক্ষক জনাব মোঃ ওমর আলী সাহেব দিক নির্দেশনা ও সিদ্দিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় ২০০৭ সালে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কৃতিশিক্ষার্থীদের উপবৃতি, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সাহার্য্য প্রদানসহ বিভিন্ন উন্নয়ন মুলুক কর্মকান্ড করে আসছে ।