নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১৩ সেপ্টেম্বর ) সকাল এগারোটায় উপজেলা পরিষদের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাম্মী আক্তার এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, লালপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাংবাদিক ইমাম হাসান মুক্তি, আব্দুল মোত্তালেব রায়হান প্রমুখ । বক্তারা বলেন, ,ইমো হ্যাকার, বাল্য বিবাহ, মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটনা ঘটেছে । এসময় ইমো হ্যাকার , মাদক সহ বাল্য বিবাহ বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানান তাঁরা।