রাজশাহীর বাঘায় অভিযান পরিচালনা করে ইমো হ্যাকার চক্রের ডাকাত এক সদস্যকে আটক করেছে বাঘা থানা পুলিশ। আটক রাকিবুল ইসলাম (২৮) উপজেলার মহদিপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের দিক নির্দশনায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক স্বপন ও আব্দুল রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তার বাড়ী থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে নগদ-৭৯৪০০ টাকা,৩ টা মোবাইল সেট,১৫ টা সিম,৫ গ্রাম হেরোইন,ও ২টা ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
জানা যায়,মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং এর মাধ্যমে ডাকাতি করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোগে উপজেলার মহদিপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাকিবুল ইসলাম (২৮)কে তার বাড়ী আটক করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান,আসামীর বিরুদ্ধে মাদম ও ইমো হ্যাকার ডাকাতি ২টা মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বুধববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।