রাজশাহীর বাঘায় মাদ্রাসার সোলার ব্যাটারী চুরির সময় জনতার হাতে আটক হয়েছে ২ চোর। পরে তাদের পুলিশে সপর্দ করা হয়।
শনিবার (১৮ সেপ্টেেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার আলাইপুর গাবতলী পাড়া এলাকায় মাদ্রার সোলার ব্যাটারী চুরির সময় হারুনুর রশিদ ডাকুর ছেলে আশাদ আলী নিলু (৩২) ও একই এলাকার আকবরের ছেলে রনি আহমেদ (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ জনগণ।
মাদ্রাসা পরিচালনা কমিটি সূত্র জানা যায়,রাত ৩ টার দিকে আলাইপুর দক্ষিণপাড়া ফুরকানিয়া মাদ্রাসার সোলার ব্যাটারী চুরি করে পালানোর চেষ্টা করেন হারুন অর রশীদ (ডাকু) ও রনি। এ সময় টের পেয়ে আলাইপুর এলাকার লোকজন ব্যাটারীসহ তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মাদ্রাসার ব্যাটারী চুরির ঘটনায় দুইজন কে আটক কর করা হয়েছে এবং তাদেরকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।