‘তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন হলে একদিকে যেমন সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিত হবে অন্যদিকে দেশের সকল দফতরের দুর্নীতি হ্রাস পাবে।
এ সময় উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মানোয়ার হোসেন মনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।