নাটোরের লালপুরে আশ্রয়ণ কেন্দ্রের ৩৯ বাড়িতে বিদ্যুৎ লাইনের নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (২ অক্টোবর )দুপুর ১২টার দিকে উপজেলার লালপুর সদর ইউনিয়নের কলনিতে অবস্থিত এই আশ্রয়ণ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ ডি.জি.এম রেজাউল করিম খাঁন,লালপুর অফিসের এ.জি.এম আবু সালেক, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজবার আলী, এস্কেন্দার মির্জা,যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাওসার, আলাউদ্দিন আলাল,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।