নাটোরের লালপুরে ইনভেস্টমেন্ট ফর ভারনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় লালপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা নীলা হাফিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমূখ।