আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান এবারও প্রার্থী হিসাবে রয়েছেন আলোচনায়। চালাচ্ছেন জোর নির্বাচনী প্রচার প্রচারণা।
রোববার (০৩ অক্টোবর) বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক করেন তিনি।
এসময় আব্দুল হান্নান বলেন, ‘আমি এলাকার জনগণের সুখে দুঃখের সাথী হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছি। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আগামী ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারও চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি আশা করি জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আমাকে নৌকার মনোনয়ন দেয় তাহলে আমি চেয়ারম্যান হবো ইনশাল্লাহ।’
৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মহাম্মাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ শহিদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চাঁদ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য গবেষণা সম্পাদক কামরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাসেদুল ইসলাম দুলাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আঃ মান্নান , শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শাহাবুল ইসলাম প্রমূখ।