‘বিএনপি -জামাত বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে অলিখিত ভাবে শারদীয় উৎসব নিষিদ্ধ করেছিলো। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থে হিন্দু সম্প্রদায়ের উপর অমানুষিক নির্যাতন করেছে’ বলে মন্তব্য করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
সোমবার (১০অক্টোবর) দুপুরে লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জিআর (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বিএনপি-জামাতরা অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সংখ্যালঘুদের জায়গা জমি দখল করেছে। তারা এই দেশকে তালেবানী উপনিবেশ বানাতে চায়। তারা ধর্মের হানাহানি চায়। তারা এদেশকে পাক-আফগানিস্থানের মতো গোড়ামী জাতি বানিয়ে ঘোলা পানিতে স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ তা কখনোই হতে দেবে না। এদেশের সংবিধানে সবার সমান অধিকার আছে। এখানে কাউকে সংখ্যালঘু ভাবা যাবে না।’
সাংসদ আরো বলেন, ‘আমরা এই দেশে পাকিস্তানি দুঃশাসন দেখেছি। ধর্মের উপর ভিত্তি করেই পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হয়েছিলো। তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এদেশের মানুষকে শোষণ করেছে। কিন্তু জাতির জনক একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন। সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিএনপি জামাত সাম্প্রদায়িকতা বিষ বাষ্প ছড়াতে চায়। তবে সেই সুযোগ তাদের দেওয়া হবে না।’
এসময় উপজেলা নির্বাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম প্রমূখ।
এ বছর উপজেলার ৪৩ টি মন্দিরে জিআর (চাল) বরাদ্দ প্রদান করা হয়েছে।