স্টাফ রিপোর্টারঃ “গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যক সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর শাখা আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।
এছাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানু রহমান রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান পলাশ সদস্য আব্দুল্লাহ আল মামুন, আতিকুর রহমান আতিক সজিবুল ইসলাম হৃদয় সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।