নাটোরের লালপুরে ধান ক্ষেত থেকে (৭) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকালে উপজলার আব্দুলপুর এলাকার মনি মাষ্টারের জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। মৃত শিশু উপজেলার আব্দুলপুর কদমতলা গ্রামের বাবু কুলির ছেলে। এবং আটককৃতরা হলেন একই গ্রামের সাইদুল ইসলাম ও তার স্কুল পড়ুয়া ছেলে ইলিয়াস হোসেন ঈমন।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ১৯ অক্টোবর দুপুর থেকে শিশু বাবলী নিখোঁজ হয়। পরে আজ ভোরে প্রতিবেশী সাইদুল ইসলাম ও তার ছেলে ঈমন দুইজন মিলে শিশু বাবলীর লাশ তার বাড়ির অদূরে ধান ক্ষেতে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ শনিবার সকালে বাড়ির অদূরে ধান ক্ষেতে বাবলীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন,আব্দুলপুর কদমতলা এলাকায় ধান ক্ষেত থেকে নিখোঁজ বাবলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এসময় একই গ্রামের জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।