লালপুরে সরকারি দিঘী দখল কেন্দ্র করে নিহত -১ - লালপুর বার্তা
    শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

    লালপুরে সরকারি দিঘী দখল কেন্দ্র করে নিহত -১

    স্টাফ রিপোর্টার
    • Update Time : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
    • ৭৭০ Time View

    নাটোরের লালপুরে ৩ নং চংধুপইল ইউনিয়নে ঈশ্বরপাড়ায় সরকারি ১৮ বিঘার দিঘী জমি দখল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ বাদশাহ গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে মকলেছুর রহমান (৫০)নামে একজন নিহত হয়েছে।

    একই ঘটনায় সাকাত আলী(৬৫) নামে একজন গুরুতর আহত হয়েছে।

    নিহত মকলেছুর রহমান ঈশ্বরপাড়া গ্রামে মৃত ছইমুদ্দিনের ছেলে।

    আহত জাকাত আলী ঈশ্বরপাড়া গ্রামে মৃত নূর মোহাম্মদ ছেলে।

    স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ অক্টোবর ) ভোর ৫ টা ৪৫ মিনিটের দিকে মকলেছুর রহমান তার নিজ বাড়ির বাইরে থাকা টয়লেটে যাওয়ার সময় বাদশাহ গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালালে সেখানে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পরে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে সে মৃত্যুবরণ করেন।

    এবিষয়ে স্থানীয়রা জানায়, ঈশ্বরপাড়া গ্রামে সরকারি ১৮ বিঘা দিঘী জমি দখল কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাদশাহ গ্রুপ ও সাহাবুল গ্রুপের মধ্যে বিরুদ্ধ চলে আসছিল।

    এবিষয়ে লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, সরকারি খাস দিঘীকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আজ সকালে এই ঘটনা ঘটে, আমরা ঘটনাস্থলে অবস্থান করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published.

    এই বিভাগের আরও খবর
    © সাপ্তাহিক লালপুরবার্তা কর্তৃক  © ২০২০ সর্বস্বত্ত্ব সংরক্ষিত
    Theme Customized BY WooHostBD