স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুর গত সোমবার ১লা নভেম্বর তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন কমিশন অফিসে দলীয় মনোনয়ন ফরম জমা দেন আড়বাব ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা। মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে মোঃ গোলাম মোস্তফা ২ শতাধিক মটরসাইকেল নিয়ে কচুয়া বাজার হতে গোপালপুর মহিলা ডিগ্রী কলেজ পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা শেষে লালপুর উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শাহাব এর কাছে তিনি তার মনোনয়ন ফরম জমা দেন।
আড়বাব ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা বলেন, আমি উপ নির্বাচনে নির্বাচিত হয়ে আমার ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের জন্য কাজ করে আসছি।
আমি আবারো নির্বাচিত হলে সরকারের বরাদ্দকৃত সহ আমার ব্যক্তিগত তহবিল হতে এলাকার উন্নয়ন ও গরীব দুঃখী মানুষের জন্য কাজ করব। ভোটারদের ভোট সহ সকলের দোয়া আমি কামনা করছি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর দেশের ১০০৭ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নাটোর জেলার লালপুর উপজেলার ১০টি ইউনিয়নের নাম ঘোষণা করা হয়েছে।