আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে ১০টি ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৫০ জন, সদস্য পদে ৪২৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২১ জন।
আজ মঙ্গলবার (২ নভেম্বর) লালপুরে ইউপি নির্বাচনের শেষ দিনে মনোনয়ন জমা দিতে উপচে পড়া ভীড় ছিল বিকেল পযর্ন্ত উপজেলার ১০টি ইউনিয়নের মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী হলো ১০ জন, স্বতন্ত্র প্রার্থী ৩৮জন। বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রার্থী ২ জন।
আওয়ামীলীগ মনোনীত নৌকার ১০ জন প্রার্থী লালপুর ইউপিতে আবু বক্কর সিদ্দিকী পলাশ ,২ নং ঈশ্বরদী ইউপিতে আমিনুল ইসলাম জয়, চংধুপইল ইউপিতে রেজাউল করিম, আড়বাব ইউপিতে এমদাদুল হক, বিলমাড়ীয়া ইউপিতে পারভিন আকতার বানু, দুয়ারিয়া ইউপিতে নূরুল ইসলাম লাভলু, ওয়ালিয়া ইউপিতে আনিসুর রহমান , দুড়দুড়িয়া ইউপিতে আব্দুল হান্নান, অর্জনপুর – বড়মহাটি ইউপিতে আব্দুস সাত্তার, কদিমচিলান ইউপিতে সেলিম রেজা।
স্বতন্ত্র প্রার্থী লালপুর ইউপিতে বাদশা আলঙ্গীর, এ. টি. এম জাহেদুল আলম ,মনোয়ার হোসেন নান্টু, তৌহিদুল ইসলাম বাঘা ,তায়েজ উদ্দিন,২ নং ঈশ্বরদী ইউপিতে আব্দুল আজিজ , নজরুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মোহাম্মদ আলী,ইমরান আলী ,চংধুপইল ইউপিতে আব্দুলা আল মামুন অরেঞ্জ ,মুস্তাকীম বেল্লাহ,আড়বাব ইউপিতে মোখলেছুর রহমান, আশরাফুর ইসলাম ,গোলাম মোস্তফা, মোশাররফ হোসেন ,সাইফুল ইসলাম,
বিলমাড়ীয়া ইউপিতে ছিদ্দিক আলী, মিজানুর রহমান ,আসলাম উদ্দিন ,দুয়ারিয়া ইউপিতে ইসমাইল হোসেন , আতাউর রহমান ,শরিফুল ইসলাম সরকার ,আরকানুল ইসলাম দুলাল,কাজী আব্দুর সামাদ, ওয়ালিয়া ইউপিতে নূরে আলম সিদ্দিকী আলম, জয়নাল আবেদন ,দুড়দুড়িয়া ইউপিতে আবুল কালাম আজাদ,তোফাজ্জল হোসেন , আজিজুর আলম খাঁন, ইদ্রিস আলী, আব্দুল লতিব, কামাল উদ্দিন মুক্তার,অর্জনপুর – বড়মহাটি ইউপিতে গোলাম মোস্তফা আসলাম ,ইউসুফ আলী,কদিমচিলান ইউপিতে আব্দুল মান্নান, আনছারুল ইসলাম,আবুল কাশেম সরকার।
বাংলাদেশ ইসলামি আন্দোলন দুয়ারিয়া ইউপিতে বেলাল সরকার , আড়বাব ইউপিতে আব্দুল মজিদ।
১০টি ইউনিয়নের সদস্য পদে মনোনয়ন ৪২৮জমা দিয়েছেন লালপুর ইউপিতে ৫৯জন ,২ নং ঈশ্বরদী ইউপিতে ৪৩ জন, চংধুপইল ইউপিতে৪৮ জন , আড়বাব ইউপিতে ৩৯ জন, বিলমাড়ীয়া ইউপিতে ৪১জন, দুয়ারিয়া ইউপিতে ৪২ জন, ওয়ালিয়া ইউপিতে ৪২জন ,দুড়দুড়িয়া ইউপিতে ৪৫ জন, অর্জনপুর – বড়মহাটি ইউপিতে ৩২জন,কদিমচিলান ইউপিতে ৩৭ জন।
এবিষয়ে লালপুর উপজেলা নিবার্চন কর্মকর্তা হাসিব বিন শাহাব জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। এরই মধ্যে নিবার্চনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
উল্লেখ ৩য় ধাপ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২রা নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর ও নিবার্চন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।