স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুর উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ১০ জন। দলটির বিদ্রোহী প্রার্থী আছেন ১৯ জন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লালপুর সদরে আওয়ামী লীগের প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক পলাশ। এখানে স্বতন্ত্র লড়াই করছেন ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ইউনিয়ন আওয়ামী লীগের আরেকাংশের সভাপতি তায়েজ উদ্দিন।
ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রার্থী মো. আমিনুল ইসলাম জয়। স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ আলী।
চংধুপইলে আওয়ামী লীগের মো. রেজাউল করিম। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন অরেঞ্জ।
আড়বাবে আওয়ামী লীগের মো. ইমদাদুল হক মিলন এবং স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মোখলেছুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম ঝন্টু।
বিলমাড়ীয়াতে আওয়ামী লীগের মোছা. পারভীন আকতার বানু, স্বতন্ত্র উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু ও আওয়ামী লীগ সমর্থক আসলাম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুয়ারিয়াতে আওয়ামী লীগের হয়ে মো. নুরুল ইসলাম লাভলু এবং স্বতন্ত্র হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান জার্জিস ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরকার লড়াই করছেন।
ওয়ালিয়াতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আনিছুর রহমান। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী আলম।
দুড়দুড়িয়াতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হান্নান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থক তোফাজ্জল হোসেন তোফা ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আজিজুল আলম মক্কেল লড়াই করছেন।
অর্জুনপুর-বরমহাটীতে (এবি) আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুস সাত্তার এবং স্বতন্ত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা আসলাম।
কদিমচিলানে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. সেলিম রেজা। স্বতন্ত্র লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনছারুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাব বলেন, ১০টি ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২ নভেম্বর। চেয়ারম্যান পদে ৫০ জন, সদস্য পদে ৪২৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।