বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার (৬ নভেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর – বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান,ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় প্রমূখ।
এসময় ১৬ জন অসচ্ছল পরিবারের মাঝে চিকিৎসা জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সর্বমোট ৭ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম – সাধারণ সম্পাদক গোলাম কাওছার, আলাল উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভূইঁয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু,ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আসলাম।