নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে লালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের এস এস সি-২১ ব্যাচের বিদ্যালয়ের হল রুমে শতাধিক শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাওছুল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল সুগার মিলস এর জিএম (প্রশাসন) ফরিদ হোসেন ভূইয়া, সিবিএ সভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, আওয়ামীলীগ নেতা রোকনুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অভিভাবক সদস্য, সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।