রাজশাহীর বাঘায় মাদকের গডফাদার রবিউল ইসলাম ওরুফে রবি ভাণ্ডারী (৫১) কে মাদকসহ আটক করেছে বাঘা থানা পুলিশ। সে উপজেলা সদর উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ নভেম্বর ) সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ঐতিহাসিক মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নীল রঙের আরটিয়ার-১৬০ সিসি মোটরসাইকেল সীট কভারের নিচে লুকাইত অবৈধ মাদক উদ্ধার ও মটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য হলো-হেরোইন ২৬ গ্রাম,গাঁজা ২শত গ্রাম,ইয়াবা ৪৪ পিচ এবং নগদ ১৪ হাজার ৯ শত টাকাএবং একটি মোবাইল ফোন। এলাকা সুত্রে জানা যায়,সে মাদকের গডফাদার হিসেবে চিন্হিত। দির্ঘদিন থেকে কৌশলে হেরোইন,গাঁজা,ইয়াবা ফেন্সডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। তারা আরও জানান,রবি ভান্ডারীকে পুলিশ ইতঃপুর্বেও আটক করে জেল-হাজতে প্রেরণ করেছেন। কিন্ত জামিনে বেরিয়ে এসে পুনরায় ওই ব্যবসাই করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,চিন্হিত একজন মাদক ব্যবসায়ী নামে পরিচিত রবি ভান্ডারী (৫১) কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগের মাদক মামলাসহ বিভিন্ন ব্যবসায়ীদের হুমকি প্রদানের অভিযোগ রয়েছে। মঙ্গলবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন।