নাটোরের লালপুরে মাঝগ্রাম স্টেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী হইতে ঢালারচর পর্যন্ত ১০ হাজার তালের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর ) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলা ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে মাঝগ্রাম স্টেশনের রেলগেট সংলগ্ন এলাকা চত্বরে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের আয়োজনে পাকশী বিভাগীয় প্রকৌশলী -২ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহীদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন,পাকশী বিভাগীয় সংস্থাপক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী রাজিব বিল্লাহ,যান্ত্রিক প্রকৌশলী আশিষ কুমার মন্ডল প্রমূখ।
এছাড়া মাঝগ্রাম স্টেশনের কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগন সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।