রাজশাহীর বাঘায় দু’জন নারীসহ মাদক বিক্রির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। এছাড়া ওয়ারেন্ট ভুক্ত তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মদ,ফেন্সিডিল,হিরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।
বাঘা থানা সুত্রে জান যায়,মাদক বিরোধি অভিযানের অংশ হিসেবে রাজশাহী পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে গত দু’দিন থেকে মাদক বিক্রী ও সেবনকারিদের আলামতসহ আটক করতে অভিযান পরিচালনা করেন বাঘা থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিন রাতে উপজেলার হেলালপুর এলাকার মিটুলের স্ত্রী চাম্পা বেগম (৩০) কে ৩১ গ্রাম হিরোইন, বাজিতপুর এলাকার তছির ফকিরের ছেলে বাবুল ফকির (৫০)কে ৫শত গ্রাম গাঁজা,আরাজি চাঁদপুর এলাকার গুল বাহারের ছেলে আমিরুল ইসলাম (৫৮) কে ১০ পিচ ইয়াবা,আড়ানী পৌর এলাকার মাষ্টার পাড়ার আরিফুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার(৪০) কে পাঁচ বোতল মদ,পলাশী ফতেপুর এলাকায় আশরাফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদের ভাটির সরঞ্জাম এবং ১৮৫ লিটার বাংলা মদ-সহ কবিরুল ইসলাম(২২) কে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক আশরাফুল পালিয়ে যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,আটককৃতদের নামে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।,মাদক বিক্রেতা ও সেবনকারিদের আলামত-সহ আটকের অভিযান অভ্যহত রয়েছে।