‘শহীদ সাগরের কাছে এসে তোমাকে অনেক খুঁজলাম বাবা! কিন্তু তোমাকে তো পেলাম না। তুমি বেঁচে থাকতে এখানে আমার সবচেয়ে আনন্দময় দিনগুলো কেটেছে’ সংলাপটি নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের গণহত্যার ইতিহাসকে নিয়ে মঞ্চস্থ নাটক ‘শহীদ সাগর’ এর।
শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রজজনায় নাটকটি মঞ্চস্থ হয়।
এসময় জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, সাবেক জেলা কমান্ডার আব্দুর রউফ সরকার, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি প্রমূখ।