নাটোরের লালপুরে পদ্মা কিন্ডারগার্টেনে ২০২১ সালের পঞ্চম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে অত্র স্কুল প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গৌরিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, পদ্মা কিন্ডার গার্ডনের অধ্যক্ষ রাজিব হোসেন প্রমূখ।