স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ৫০ বছর পূর্তিতে ও মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেন্বর) সকালে এ সকল কর্মসূচী পালন করে ক্লাবটি। শুরুতেই লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ বেদিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এ সময় লালপুর পাবলিক লাইব্রেরি ও লালপুর বার্তার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া শেষে প্রেসক্লাব সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাহীন ইসলাম, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সহ-সভাপতি সালাহ্ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক জামিল হোসেন, অর্থ সম্পাদক আছিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস রহমান মনি, তথ্য, গবেষনা ও ক্রীড়া সম্পাদক মাহাবুর রহমান, সদস্য জামিরুল ইসলাম, ফারহানুর রহমান রবিন, সাব্বির আহম্মেদ মিঠু, মোঃ শিমুল আলী প্রমুখ।