নাটোরের লালপুরে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রভাষক সাহীন ইসলামের পিতা সুরমান আলী বিশ্বাস (৮৮) বার্ধক্যজনিত কারণে বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও এক মেয়ে রেখে যান।
সোমবার বিকেল সাড়ে চারটায় লালপুর ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে নবীনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে লালপুর উপজেলা প্রেসক্লাব, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা শোক প্রকাশ করেছেন।