নাটোরের লালপুরে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার( ৮ জানুয়ারি ) রাত ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার গোপালপুর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনে দোকানদার, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে প্রায় দুই শত কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানা বলেন, “আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ আছে। এই তীব্র শীতে শীতার্তদের কথা বিবেচনায় রেখেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি।সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।”