নাটোরের লালপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অভ্যন্তরীণ রুটের যাতায়াতের ক্ষেত্রে ত্রিমোহনী চত্তরে অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। তবে বিকল্প রাস্তা সংস্কার করে যাতায়াতে উপযোগী করলে যানজট নিরসন করা সম্ভব। তাই বাইপাস সড়ক সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, রাস্তার দুপাশে ভ্রাম্যমাণ দোকান, অটো-সিএনজি স্টান্ড গড়ে তোলায় গুরুত্বপূর্ণ সড়কটি সরু হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে বিকল্প সড়ক ছয়রাস্তা মোড়ে বাইপাস সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ও অবৈধ দখলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জনগণের ভোগান্তি লাঘবে কাজে আসছে না এসড়কটি।
নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি এম এ রায়হান বলেন, লালপুর ট্রাফিক মোড় থেকে ছয়রাস্তার মোড় পর্যন্ত মাত্র ৯০০ মিটার রাস্তা প্রায় দেড় যুগ ধরে যান চলাচলের অযোগ্য হয়ে থাকায় ত্রিমোহনী চত্ত্বরের ওপর যানবাহনের চাপ বেশি পড়ে। লালপুর ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্ব ট্রাফিক মোড় হতে লালপুর চার রাস্তার মোড় লালপুর পাবলিক লাইব্রেরী পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী করলে বিকল্প এ রাস্তাটি ব্যবহার করতে পারবে যার ফলে অনেকাংশেই যানযট কমে আসবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকতা শামীমা সুলতানা বলেন, ‘নিরাপদ সড়ক চাই’ উপজেলা সভাপতি এই রাস্তার সীমানা নির্ধারণের জন্য আবেদন করেছেন। এবং সেচ্ছাসেবী প্রাকীতি ফাউন্ডেশন রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য সহযোগীতা করার কথা জানিয়েছেন। রাস্তার সীমানা নির্ধারণ করে এবিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকতাকে নির্দেশ দেয়া হয়েছে।