লালপুর থেকে বিছিন্ন পদ্মাপাড়ের এক গ্রাম চর দক্ষিন লালপুর। মূল ভু-খন্ডের অনেক সুবিধা থেকেই বঞ্চিত এখানকার মানুষ। প্রতিকুল প্রতিবেশের লড়াকু মানুষের শীতে নিবারণের জন্য উপজেলা প্রশাসনের সহায়তায় এগিয়ে এসেছে প্রাকির্তি ফাউন্ডেশন। অসহায় মানুষের হাতে কম্বল তুলেন দেন উপজেলা নির্বাহী কর্মকতা শামীমা সুলতানা।
বৃহস্পতিবার (২৭ জানুযারি) বিকালে উপজেলার পদ্মার চরে আলোর দরজা শিশু বিদ্যা নিকেতনের ৩৪ ক্ষুদে শিক্ষার্থীসহ অর্ধশতাধিক অতি দরিদ্ররা সেই কম্বল পান।
এসময় প্রাকির্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবুর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএম রায়হান প্রমূখ।