দীর্ঘ ২৩বছর পর নাটোরের গোপালপুর পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ শ্রেণিতে (দ্বিতীয় শ্রেণি) উন্নীত হয়েছে।
মঙ্গলবার (৮ ফ্রেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব ফারজানা মান্নান সাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
আর এই খবর ছড়িয়ে পরার সাথে সাথে আনন্দে মেতে উঠে গোপালপুর বাসী। ফেসবুক মেসেনজার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে যায় খুশির এই বার্তা। তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় বিভিম্ন সুযোগ সুবিধা বাড়ার আশা পৌর বাসীর। একই কথা জানালেন মেয়রও।
এবিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর আমার প্রথম কাজ, প্রথম ওয়াদা ছিল “এই পৌরসভাকে ‘ গ ‘ শ্রেণী থেকে ‘ খ’ উন্নীত করব। আজকে গোপালপুর পৌর সভা ‘খ’ শ্রেণীতে উন্নীত হয়েছে।
জানা যায়, ২০২১ সালের ১৬ জানুযারি আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচনে জয় লাভ করেন রোকসানা মোর্ত্তজা লিলি। এরপর তিনি ২০২১ সালের ৮ ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌরসভার উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে সচেষ্ট হয়ে ওঠেন।