নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সার্কিট হাউজে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই গ্রুপের সংঘর্ষে অন্তঃত ৭ আহত হয়েছে। শনিবার সন্ধ্যার আগে এই সংঘর্ষ হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে ৬ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মিরা সার্কিট হাউজে অবস্থান করছিলেন। এসময় স্থানীয় এমপি গ্রুপ সমর্থক ও সাধারন সম্পাদক প্রার্থী সমর্থকরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শ্লোগানের এক পর্যায়ে তারা উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু ও তার বড় ভাই মশিউর রহমানসহ উভয় পক্ষের অন্তঃত ৭ জন আহত হয়। পরে পুলিশ ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।