নাটোরের লালপুরে ইট বেঝায় পাওয়ার টলি উল্টে তরিকুল ইসলাম নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার লালপুর- ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তরিকুল উপজেলার বাকনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তরিকুল লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় ইট বোঝায় পাওয়ার ট্রলি রাস্তার গর্তে পরে যায়। এতে ইট বোঝায় পাওয়ার ট্রলি টেনে উঠানোর সময় ইট ধ্বসে তার উপরে পড়লে মারাত্মক আহত হন।পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।