জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গ মিডিয়া হাউজে কমিটি গঠন অনুষ্ঠানে সালাহ্ উদ্দীন সভাপতি ও রাজু আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আব্দুল মজিদ, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল মৃধা প্রমুখ।