নাটোরের লালপুরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি প্রতিবন্ধী ও দীর্ঘদিন যাবত আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ভিক্ষা করে। আজ বিকেলে রেললাইন পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
এবিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার জামিলুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি। ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।