নাটোরের লালপুরে সিএনজির যাত্রী সেজে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার ভোর ৫ টার দিকে উপজেলার পালিদাহ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, খুলনার সাইদুল গাজীর ছেলে পারভেজ।
হাসপাতাল ও ভুক্তভোগী চালকের পরিবার সূত্রে জানা যায়, অপরিচিত এক যাত্রী ঈশ্বরদী থেকে লালপুর আসার জন্য সবুজ সিএনজি ভাড়া করে রওনা হন। সিএনজিটি আরমবাড়িয়া বাজার পার হয়ে পালিদহা এলাকায় পৌঁছালে সিএনজি চালকের কাছে সিগারেট ধরানোর জন্য ম্যাচ লাইট চাওয়াই চালক তার সিএনজি থামানো মাত্রই সিএনজি চালকের মাথায় আচমকা সজোরে আঘাত করে। চালকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন বের হয়ে পারভেজকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।গুরুতর আহত অবস্থায় ওই চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে সাময়িক চিকিৎসা দিয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে