‘সাবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ এপ্রিল ২০২২) উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শামীমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, স্বাধীন বাংলা ফুটবলার বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল ইসলাম রিমন প্রমুখ। এছাড়াও নারী ও পুরুষ খেলোয়াড়, ক্রীড়ামোদি, ক্রীড়া সংগঠকসহ সংশ্লিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে ২০১৩ সালে ৬ এপ্রিলকে ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো এ দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।