নাটোরের লালপুরে মাদকদ্রব্য বিক্রির আভিযোগ গাঁজা ও নগদ টাকাসহ মোছা. আলেয়া খাতুন (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ এপ্রিল ২০২২) রাতে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. আরিফুল ইসলামের স্ত্রী।
বুধবার পরোয়ানাভূক্ত আরও দুইজন আসামিসহ তাদের তিনজনকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পরিদর্শক (তদন্ত) এস এম আবু সাদাতের নেতৃত্বে বালিতিতা ইসলামপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোছা. আলেয়া খাতুনের বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। এ সময় গাঁজা বিক্রির নগদ ১৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারনী ১০ (ক) ধারায় লারপুর থানায় মামলা হয়েছে। বুধবার পরোয়ানাভূক্ত আরও দুইজন আসামিসহ তাদের তিনজনকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।