নাটোরের লালপুরে পবিত্র রমজান উপলক্ষে কেনা দামে নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিক্রির ঘোষনা দিয়ে মাইকিং করেছে লালপুর বাজার বণিক সমিতি।
বুধবার (৬ এপ্রিল ২০২২) উপজেলা প্রশাসন কর্তৃক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক পলাশ বলেন, রমজানের আগে থেকেই মাইকিং করে কেনা দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রির ঘোষনা দিয়ে মাইকিং করেছে বণিক সমিতি। প্রতি শুক্রবার ক্রেতারা লালপুর বাজারের সকল মুদি বিক্রেতার কেনা দামে দোকান থেকে মুড়ি, ছোলা, খেজুরসহ ইফতার সামগ্রী কিনতে পারবেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শামীমা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, জেলা বাজার কর্মকর্তা নুর মমিন, সকল ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সুধিজন।