নাটোরের লালপুরে পবিত্র রমজান উপলক্ষে স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে লালপুর বাজার বণিক সমিতি। বুধবার (১৩ এপ্রিল ২০২২) লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ। লালপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজদার হোসেন বলেন, স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচির আওতায় একজন ব্যাক্তি ছোলা ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, খেজুর ২৫০ গ্রাম ও এক প্যাকেট মুড়ি কিনতে পারবেন। যার খুচরা বাজারে মূল্য ১৬০ টাকা হলেও বণিক সমিতির পক্ষ থেকে ভর্তুকি দিয়ে ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে। সপ্তাহে একদিন ২০০ জন নিন্ম আয়ের মানুষ এ সুবিধা পাচ্ছেন। বণিক সমিতির এই মহতী উদ্যোগে সাড়া দিয়ে বাজারের অধিকাংশ দোকানদার প্রতিদিন ইফতারের সামগ্রী ক্রয় মূল্যে বিক্রি করার কথা জানান।
ইউএনও শামীমা সুলতানা বলেন, লালপুর বাজার বণিক সমিতির এ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজ নিজ অবস্থান থেকে এ ধরণের উদ্যোগ নিলে কোন সমস্যায় থাকবে না।